প্রতিবেদন : রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের চাষের সাজসরঞ্জাম কিনতে সহায়তা বাবদ ১১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ কৃষক ও কৃষি সমবায়গুলি উপকৃত হবে।
আরও পড়ুন-কিংস কাপে ব্রোঞ্জ পদকের ম্যাচ, চেনা লেবানন, তবু আজ সতর্ক ভারত
রাজ্যের কৃষি দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই পর্বে ২৫ হাজার কৃষি সরঞ্জাম বণ্টন করা হবে। যার ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত মূল্য সরকার ভরতুকি হিসাবে দেবে। হস্তচালিত যন্ত্রপাতি কেনার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাওয়ার টিলার, পাম্প সেট সহ বিদ্যুৎচালিত মেশিন কেনার জন্য ৩ লক্ষ টাকা এবং কাস্টম হায়ারিং সেন্টার স্থাপনের জন্য ১০ লক্ষ পর্যন্ত অর্থসাহায্য দেওয়া হবে। কাস্টম হায়ারিং সেন্টার বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনে স্বনির্ভর গোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সুদ বাবদ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এজন্য অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। যা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন-দিনের কবিতা
কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২-১৩ অর্থবর্ষে কৃষির উন্নয়নে এই প্রকল্প চালু করেন। এখনও পর্যন্ত ৪ কোটি ৯০ লক্ষ কৃষি সরঞ্জাম কেনার জন্য ৮৩০ কোটি টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। উল্লেখ্য৪, কৃষির উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে নবান্ন। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে বাঁচাতে কৃষকবন্ধুর মতো প্রকল্প এনে ভাতা দেওয়া হচ্ছে চাষিদের। দেওয়া হচ্ছে মৃত্যুকালীন ক্ষতিপূরণ। অন্যেদিকে, কাস্টম হায়ারিং সেন্টার গড়ে যন্ত্রনির্ভর কৃষিকাজে উৎসাহ দেওয়া হচ্ছে।