প্রতিবেদন: পড়াশোনার চাপ থেকে কর্মহীনতা। অবসাদে আত্মঘাতী হচ্ছেন মেধাবী পড়ুয়ারা। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহননের প্রবণতা বাড়তে থাকার পিছনে কেরিয়ারের ইঁদুরদৌড় ও উপযুক্ত চাকরি না পাওয়ার হতাশাকেই দায়ী করছে শিক্ষামহল। ২০০৫ সাল থেকে এপর্যন্ত গত ১৯ বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বিভিন্ন শাখায় অন্তত ১১৫ জন ছাত্র বিভিন্ন সময়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। আইআইটি (IIT Student) কানপুরের প্রাক্তন ছাত্র এবং গ্লোবাল আইআইটি অ্যালামনাই সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরাজ সিং-এর দায়ের করা আরটিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সরকারি সূত্রে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, এর মধ্যে ৯৮ জন পড়ুয়ার মৃত্যু আইআইটির বিভিন্ন ক্যাম্পাসে হয়েছিল। এর মধ্যে ৫৬টি ঘটনা গলায় দড়ি দিয়ে আত্মহনন। ১৭টি ক্ষেত্রে ক্যাম্পাসের বাইরে আত্মহত্যা করেছেন আইআইটির ছাত্ররা। গত ১২ ফেব্রুয়ারি ২০২৩-এ আইআইটি বম্বের ছাত্র দর্শন সোলাঙ্কির মৃত্যুর পর এধরনের আত্মহননের ঘটনা নিয়ে একটি সমীক্ষা হয়। গত ১৯ বছরে সারা দেশে আইআইটিয়ানদের মৃত্যুর তথ্য চেয়ে একটি আরটিআই আবেদন দায়ের করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে আইআইটি (IIT Student) মাদ্রাজে সর্বাধিক ২৬ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে। আইআইটি কানপুরে ১৮ জন, আইআইটি খড়গপুরে ১৩ জন এবং আইআইটি বম্বের ১০ জন আত্মঘাতী হয়েছেন। এই বছর এখনও পর্যন্ত পাঁচ আইআইটি পড়ুয়ার মৃত্যু হয়েছে। সমীক্ষক ধীরাজ সিং জানান, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ুয়া-মৃত্যু নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক শুরু থেকেই অসহযোগিতা করেছিল। ফের আপিলের পরে শেষপর্যন্ত তথ্য দিতে বাধ্য হয় কেন্দ্র। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান এবং সংসদে উত্থাপিত প্রশ্নের উত্তরও সংযুক্ত করা হয়। সর্বশেষ দর্শন সোলাঙ্কির মৃত্যুর পর বিভিন্ন আইআইটি ছাত্র সংগঠনগুলি অভ্যন্তরীণ সমীক্ষা করে। তাতে উঠে আসে, ৬১ শতাংশ পড়ুয়ার মতে, অ্যাকাডেমিক চাপই পড়ুয়া-মৃত্যুর অন্যতম কারণ। ১২ শতাংশের মতে, সেরা প্রতিষ্ঠান থেকে পাশ করার পরেও চাকরির নিরাপত্তা নেই। ১০ শতাংশ মতদাতা পারিবারিক সমস্যা এবং ৬ শতাংশ উল্লেখ করেছেন পড়াশুনো চলাকালীন হয়রানির প্রসঙ্গ। অর্থাৎ পাঠক্রমের বিপুল চাপ এবং উপযুক্ত কর্মসংস্থানের অভাবই অকালে পড়ুয়া মৃত্যুর প্রধান কারণ।
আরও পড়ুন- বেনজির-ভয়ঙ্কর, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের থানায়