১২-০, সমবায় ভোটে ফের জয়

সিপিএম প্রার্থীরা লড়েন ৯টি আসনে। কিন্তু কোনওটিতেই এই দুই বিরোধী দলের কোনও প্রার্থীই ভোটারদের মনে দাগ কাটতে পারেননি।

Must read

প্রতিবেদন : সমবায় ভোটে তৃণমূল কংগ্রেসের বিজয়রথ অব্যাহত। ফের পূর্ব মেদিনীপুরের এক সমবায় নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। কোলাঘাট ব্লকের দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের প্রতিটিতেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। খাতাই খুলতে পারল না রাম-বাম। তাদের সব প্রার্থীই এই ভোটে রীতিমতো ধরাশায়ী তৃণমূল প্রার্থীদের কাছে। সবক’টি আসনই গিয়েছে ঘাসফুল শিবিরের দখলে। বিজেপি প্রার্থী দিয়েছিল ৭টি আসনে।

আরও পড়ুন-প্রতিরোধে ফিরল বাহিনী

সিপিএম প্রার্থীরা লড়েন ৯টি আসনে। কিন্তু কোনওটিতেই এই দুই বিরোধী দলের কোনও প্রার্থীই ভোটারদের মনে দাগ কাটতে পারেননি। মানুষের বিপুল সমর্থন নিয়ে এই সমবায়ের প্রতিটি আসনে জিতে নিয়ে একশোয় একশো একা তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, গতকাল শুক্রবারই হলদিয়ার সমবায়ে সবুজ-ঝড়ে পরাস্ত হয় বিরোধীরা। নিরঙ্কুশ জয় নিয়ে বিরোধীশূন্য বোর্ড দখল করে তৃণমূল। বৃহস্পতিবার পটাশপুর ২ নম্বর ব্লকে জবদা সমবায় সমিতির ভোটে তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও বিরোধীরা একটি আসনেও মনোনয়ন পেশ করার লোক খুঁজে পায়নি। ফলে ওই সমবায়েও বোর্ড গড়ছে রাজ্যের শাসকদল। হলদিয়ার বাঁশখানা সত্যলনারায়ণ সমবায়ে মোট আসন ছিল ১২। আগেই ২টি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ১০টি আসনে হয় নির্বাচন । মহিষাদলের সমবায় নির্বাচনেও বিপুল ভোটে জেতে তৃণমূল।

Latest article