অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি, মৃত ১২

নৃশংস এই ঘটনায় পুলিশ-সহ ১১ জন আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডি বিচে হামলার ঘটনার নিন্দা করেছেন।

Must read

অস্ট্রেলিয়ার (Australia) সিডনির বন্ডি বিচে ইহুদিদের উৎসব চলাকালীন ভয়াবহ হামলা। শেষ পাওয়া খবর অনুযায়ী দুই বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা এই মর্মে জানিয়েছেন, অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে। তবে এদিনের ঘটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। অন্য বন্দুকবাজের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন-যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরী তদন্ত কমিটি

নৃশংস এই ঘটনায় পুলিশ-সহ ১১ জন আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডি বিচে হামলার ঘটনার নিন্দা করেছেন। বন্ডি বিচে আটদিন ধরে ইহুদি উৎসব হানুক্কা শুরু হয়েছে। সূত্রের খবর, এই উৎসব উপলক্ষে বহু মানুষ সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। হঠাৎ কালো পোশাক পরা দুই বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে চারদিকে দৌড়তে থাকেন সবাই। ইতিমধ্যেই সেই হামলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-সাতসকালে জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের

এদিন ভারতীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে (অস্ট্রেলিয়ায় সন্ধে ৭টা ৪৭ মিনিট) নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স হ্যান্ডলে হামলার ঘটনার কথা নিশ্চিত করেছে। জানানো হয়েছে ২ জন বন্দুকবাজ বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা জবাব দিয়েছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, মৃত ১২ জনের মধ্যে হামলাকারী এক বন্দুকবাজ রয়েছে। সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন এই ঘটনায়। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। কেন এই হামলা, সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই হামলার সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article