পাকিস্তানের (pakistan terror attack) খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ভয়াবহ জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধেয় বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি নিয়ে সেনার ক্যাম্পে ঢোকে দুই আত্মঘাতী জঙ্গি। এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩০ জন। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। সেনার পালটা জবাবে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ‘জইস উল ফুরসান’ নামে এক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন-ইডলি তৈরিতে অনিয়ম, কারণ হতে পারে ক্যানসারের
জঙ্গিদের (pakistan terror attack) খোঁজে গোটা এলাকা ঘিরে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আফগানিস্তান সীমান্তবর্তী এই বন্নু জেলায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে হামলার পর থেকে এখনও পর্যন্ত পাক সেনার তরফে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।