অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে (Venkateswara Temple) ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত হয়েছে আরও অনেকে। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একসঙ্গে কয়েক হাজার মানুষ চলে আসায় ভিড় সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়িতে অনেকেই মাটিতে পড়ে যান। ঘটে পদপিষ্টের ঘটনা। মাত্র চার মাস আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই মন্দিরটি তৈরি করেছেন। মুকুন্দ পান্ডা নামে ৮০ বছরের এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত জমিতে মন্দিরটি তৈরি করা হয়েছে তিরুমালার বিশাল ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের আদলে (Venkateswara Temple)। এই কারণে মন্দিরটি অল্প সময়েই ওই এলাকায় ‘মিনি তিরুপতি’ নামে পরিচিতি পেয়েছে। শনিবার একাদশী পুজোর জন্য প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল মন্দিরে। অন্ধ্রপ্রদেশের ধর্ম বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অনম রামনারায়ণ রেড্ডি জানিয়েছেন, ওই মন্দিরে খুব বেশি হলে ৩,০০০ লোকের জায়গা হয়। এ দিন একাদশী পুজো থাকায় সেখানে একসঙ্গে প্রায় ২৫,০০০ লোকের সমাগম ঘটেছিল। ঘটে যায় দুর্ঘটনা।
আরও পড়ুন- বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! আমরণ অনশনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
দুর্ঘটনায় মর্মাহত দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,” অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক মর্মান্তিক ঘটনায় প্রাণহানির খবরে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

