মঙ্গলবার রাতে আইপিএলের (IPL) ফাইনালে পঞ্জাবকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জেতার পর আজ সেই জয় উদযাপনের জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮ বছর পর প্রথমবার ট্রফি জিতেছে আরসিবি। রাস্তায় আগে থেকেই অসংখ্য মানুষের ভিড় ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে দল পৌঁছতেই আরও ভিড় বাড়তে থাকে। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি। গেট খোলার জন্য সমর্থকরা গেটে রীতিমত ধাক্কা মারতে থাকে। নিমেষেই তৈরী হয় বিশৃঙ্খলার পরিস্থিতি। পুলিশ ছিল একপ্রকার নীরব দর্শক ছিল। গেট যখন প্রায় ভাঙার উপক্রম সেই সময়ে আসে পুলিশ। হালকা লাঠিচার্জ করতে হয় ভিড় সরাতে। বেঙ্গালুরুতে এদিন পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুতে প্রশ্ন উঠছে ভিড় সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি?
আরও পড়ুন-সবক শেখালেন গাভাই
এদিন বিধান সৌধের বাইরেও বিশাল জনতা জড়ো হয়েছিল, যেখানে আরসিবি স্কোয়াড বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করেছে। অনুষ্ঠান দেখতে আসা অনেকেই পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্টেডিয়ামের কাছের কিছু বেঙ্গালুরু মেট্রো স্টেশনের দৃশ্যেও দেখা গেছে যে ট্রেন থেকে নেমে সিঁড়ি বেয়ে নেমে আসছে বিপুল সংখ্যক সমর্থক।
আরও পড়ুন-চক্রান্ত! শহিদ তর্পণের দিনেই সংসদের অধিবেশন
এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে ভগবান তাঁদের পরিবারকে শক্তি দিক।”
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…