সংবাদদাতা, কাটোয়া : বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মা ক্যান্টিনের নতুন ভবনের উদ্বোধন হল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ, অধ্যক্ষ কৌস্তুভ নায়েক, মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাসদের উপস্থিতিতে নয়া ভবনটির উদ্বোধন করলেন হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী স্বপন দেবনাথ। বলেন, ‘বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোজ বহু মানুষ চিকিৎসা পরিষেবা পান।
আরও পড়ুন-সরকারি হাসপাতালে রোগী পরিষেবায় অত্যাধুনিক ব্যবস্থা, ই প্রেসক্রিপশন আরও ৭১৪ স্বাস্থ্যকেন্দ্রে
শুধু পূর্ব বর্ধমান জেলাই নয়, লাগোয়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু রোগী এখানে আসেন। তাঁদের সিংহভাগই হল গরিব। মা ক্যান্টিনে তাঁরা মাত্র পাঁচ টাকায় পেটপুরে খেতে পাবেন। রাজ্য সরকার এই সুযোগ করে দেওয়ায় মানুষ উপকৃত হবেন।’ পুরসভা সূত্রের খবর, নতুন ভবন তৈরি করতে ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন সবাই বসে খেতে পারবেন। রোজ ২৫০ জন খেতে পারবেন। হাসপাতালের জরুরি বিভাগের কাছে নতুন ভবনের পাশেই বাঁধা হয় মঞ্চ। সেখান থেকে মন্ত্রী কাছের একটি জলাশয় দেখিয়ে ডেঙ্গি নিয়ে সতর্ক করেন। সুপার তাপস ঘোষ জানান, জলাশয় পরিষ্কার করতে দ্রুত পদক্ষেপ করা হবে।