প্রতিবেদন: যৌথবাহিনী খতম করল ১২ মাওবাদীকে (Maoist)। বৃহস্পতিবার সকাল থেকে ছত্তিশগড়ের বিজাপুরে একটানা গুলির লড়াই চলে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maoist)। আসলে মাওবাদীদের খুঁজতে বিজাপুরের গভীর জঙ্গলে নিরাপত্তাবাহিনী চিরুণি তল্লাশি শুরু করেছিল বুধবার রাতেই। ভোর রাতে মাওবাদীদের গুলিতে গুরুতর জখম হন কোবরার দুই জওয়ান। এর পরেই অভিযান জোরদার করেন যৌথবাহিনী। শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। মাওবাদীরা গুলি চালালে পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তাতেই খতম হয় ১২ মাওবাদী।