বছরের শুরুতেই বড় চমক। ১২টি নতুন ওয়েব সিরিজের ঘোষণা করল ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই। এর মধ্যে রয়েছে কয়েকটি সিক্যুয়েল। কয়েকটি নতুন সিরিজ। আছে থ্রিলার, গোয়েন্দা কাহিনী, লোককাহিনি, ভৌতিক কাহিনি ইত্যাদি। বিভিন্ন সিরিজে দেখা যাবে সিনেমা-সিরিয়ালের কয়েকজন জনপ্রিয় তারকাকে। তাঁদের মধ্যে কেউ কেউ প্রথমবার অভিনয় করছেন ওয়েব সিরিজে। কোন কোন সিরিজের ঘোষণা হয়েছে, চট করে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন-ভয়ঙ্কর এসআইআর বন্ধ হওয়া দরকার
‘কালরাত্রি’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন ‘কালরাত্রি ২’। মুক্তি পেয়েছে ৯ জানুয়ারি। প্রথম সিজন সফল হওয়ার পর সিক্যুয়েল নিয়ে একটা প্রত্যাশা থাকেই। সেটা পূরণ করতে পেরেছে অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজটি। রীতিমতো সাড়া জাগিয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু।
হইচই-এর প্ল্যাটফর্মে ভূত এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায় ‘পর্ণশবরীর সাপ’-এর হাত ধরে। এই সিরিজের পরে, ‘নিকষ ছায়া’ পরিচালনা করেছিলেন পরমব্রতই। তবে সেই গল্প ছিল অসমাপ্ত। পরবর্তী সময়ে তিনি আর এই ওয়েব সিরিজের সিক্যুয়াল পরিচালনা করতে চাননি। সিরিজের সিক্যুয়েল ‘নিকষ ছায়া ২’-এর দায়িত্ব বর্তেছে সায়ন্তন ঘোষালের কাঁধে। ২৩ জানুয়ারি মুক্তি পাবে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু।
দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় ২০১৯-এ এসেছিল ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। সিজন ওয়ানে সৌরভ দাসের কাজ দারুণভাবে নজর কেড়েছিল। তাঁর পাশাপাশি সেই সিজনে ছিলেন শোলাঙ্কি রায়, চান্দ্রেয়ী ঘোষ। সব মিলিয়ে চর্চিত একটা ওয়েব সিরিজ। বাংলায় ওয়েব সিরিজ তৈরি যখন শুরু হয়, একেবারে গোড়ার দিকে নজর কেড়েছিল মন্টুর জীবনের ছকভাঙা গল্প। এবার এই সিরিজের তৃতীয় সিজন ‘মন্টু পাইলট ৩’ আসছে। পরিচালনায় দেবলয় ভট্টাচার্য। অভিনয়ে সৌরভ দাস, শোলাঙ্কি রায়।
পর্দায় ‘একেন্দ্র সেন’ বা ‘একেনবাবু’র রহস্য সমাধান দেখতে প্রায় সকলেই ভালোবাসেন। সেই ভালোবাসার কথা মাথায় রেখেই একেনের নতুন সিরিজ ‘একেন বাবু : পুরুলিয়ায় পাকড়াও’ আসছে। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। দর্শকের দরবারে একেনবাবু প্রথম হাজির হয়েছিলেন সিরিজের হাত ধরেই। পরবর্তী সময়ে বড় পর্দায় দেখা যায় তাঁকে। আবারও ওটিটি মাধ্যমে ফিরছেন তিনি। এটা হতে চলেছে একেনের নবম সিজন। এবার একেনবাবু পাড়ি দেবেন পুরুলিয়ায়। সেখানেই রহস্য সমাধান করবেন। নাম ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথ চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।
আরও পড়ুন-বিদ্যেবতী সর্বত্র পূজ্যতে
কোর্টরুম ড্রামা ‘অ্যাডভোকেট অচিন্তা আইচ’-এর তৃতীয় সিজন ‘অ্যাডভোকেট অচিন্তা আইচ ৩’ আসছে নতুন কেস নিয়ে। নাম ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। সত্য উদঘাটনের জন্য তিনি আবার লড়াই করবেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়।
আসছে ‘আদালত ও একটি মেয়ে’। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। গোটা গল্পটাই তাঁকে ঘিরে। কাজের জায়গায় মেয়েদের কীভাবে হেনস্থা হতে হয়, সেই গল্পই তুলে ধরবে এই সিরিজ। পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।
‘ঠাকুমার ঝুলি’র মধ্যে দিয়ে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঠাকুমার চরিত্রে দেখা যাবে তাঁকে। নাতির সঙ্গে মিলে তিনি একটি রহস্য উৎঘাটন করবেন। পরিচালনায় অয়ন চক্রবর্তী।
নতুন ওয়েব সিরিজ ‘রক্তফলক’ নিয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় নয়, তিনি থাকছেন পরিচালনার দায়িত্বে। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সাবেকি বাঙালি সাজে রক্তফলক চেনাবেন তিনি।
আসছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘গোয়েন্দ আদিত্য মজুমদার’। তিনি সমাধান করবেন জটিল রহস্যের। পরিচালনায় অরিত্র সেন।
এর আগে, বীরাঙ্গনা ওয়েব সিরিজে নজর কেড়েছিলেন সন্দীপ্তা সেন। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে নতুন ভাগ ‘বীরঙ্গনা ২’।
ফের একবার, নতুন ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে ‘ক্যুইনস’। সেই সিরিজেরই মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
পরিচালক অদিতি রায় নিয়ে আসছেন, নতুন ওয়েব সিরিজ, ‘কুহেলি’। এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে ও অঙ্গনা রায়। সবমিলিয়ে নতুন বছর জমজমাট।
হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর আমরা বাংলায় নতুন নতুন বিষয়ের গল্প তুলে ধরার চেষ্টা করি। এবার ১২টি ওয়েব সিরিজ উপহার দিতে চলেছি। দুর্গাপুর থেকে ডালাস, সারা পৃথিবীর মানুষ আমাদের এই কাজগুলো দেখার সুযোগ পাবেন। আশা করি প্রত্যেকের ভাল লাগবে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…