প্রতিবেদন : আলুচাষিদের স্বার্থে চলতি বছরে হিমঘরে (Cold storage) আলু মজুতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যাতে কৃষকেরা আরও বেশি করে উৎপন্ন আলু সংরক্ষণ করতে পারে সেজন্য হিমঘরের সংখ্যা বাড়িয়েছে রাজ্য। ১ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন আলু মজুতের ক্ষমতাসম্পন্ন মোট বারোটি নতুন হিমঘর তৈরি করা হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গে তৈরি হয়েছে দশটি।
আরও পড়ুন-শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে শুরু লেজার সার্জারি
এর ফলে রাজ্যে হিমঘরের সংখ্যা বেড়ে ৫০৮টি হল। নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হিমঘর তৈরি হওয়ার ফলে এবার ৮১ লক্ষ মেট্রিক টনেরও বেশি আলু মজুত করা সম্ভব হবে। বন্ধ হবে চাষিদের অভাবি বিক্রি। আগামী পয়লা মার্চ থেকে রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুত শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। আগে আসার ভিত্তিতে হিমঘরগুলির মজুতের পরিমাণের ৩০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ থাকবে।
আলুচাষ রাজ্যে কিছুটা দেরিতে শুরু হলেও গত বছরের তুলনায় সারা রাজ্যে ১০ থেকে ১৫ শতাংশ আলু চাষ বেশি হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশে ভিন রাজ্যে আলু যাওয়া শুরু হয়েছে। অপরদিকে, অত্যধিক আলু উৎপাদনের আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীমহল। রাজ্য সরকারের এই ঘোষণায় তাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে।