কলকাতা পুলিশে তৈরি নয়া ১২টি ডেপুটি কমিশনার পদ

বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ রয়েছে তাকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে। অর্থাৎ গ্রেডেশন লিস্ট বা তালিকা বিভাজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে কলকাতা পুলিশে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনের কাজই হবে তদন্তে নেতৃত্ব দেওয়া। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গেছে, নতুন যে ১২ জন ডেপুটি কমিশনার হবে তাঁরা সবাই নন আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে তাঁরা পদোন্নতির মাধ্যমে ডেপুটি কমিশনার হবেন।

আরও পড়ুন-কবিতায় ফুটে উঠেছে বাস্তবতা, নাথালিয়ার বই উদ্বোধনে ব্রাত্য

বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ রয়েছে তাকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে। অর্থাৎ গ্রেডেশন লিস্ট বা তালিকা বিভাজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন, কোনও বড় অপরাধের ঘটনা ঘটে গেলে, দ্রুত তদন্ত করা। এফআইআর লেখা থেকে ময়নাতদন্ত—প্রক্রিয়াগত কোনও ত্রুটি না রাখা। যাতে পরে আদালতে গিয়ে কোনও প্রশ্নের মুখে পড়তে না হয়। এবং তিন, আইনের ধারা মেনে নির্ভুল ভাবে চার্জশিট তৈরি করা। বস্তুত তাঁর পরামর্শেই সম্প্রতি সরকার প্রতিটি জেলায় পুলিশকে সাহায্য করার জন্য আইনি উপদেষ্টা নিয়োগ করেছে।

Latest article