সদ্যোজাতর অক্সিজেন-পাইপ চুরি বিজেপি রাজ্যের হাসপাতালে

Must read

প্রতিবেদন: বিজেপির মধ্যপ্রদেশে (Madhya pradesh) অমানবিক কাণ্ড। চোরেরা রেয়াত করল না সদ্যোজাত শিশুদেরও। রাজগড় জেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ পাইপ চুরি যাওয়ায় এনআইসিইউ-তে অক্সিজেন সরবরাহ আশঙ্কাজনকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে গভীর শ্বাসকষ্টে ভুগছে ওই ইউনিটের ১২টি শিশু। হাসপাতালে ঢুকলেই কানে আসছে নবজাতকদের কান্না। স্বাভাবিকভাবেই অতন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন চিকিৎসক-নার্স-সহ হাসপাতালকর্মীরা। আতঙ্কগ্রস্ত প্রসূতি এবং তাঁদের আত্মীয়রাও। প্রশ্ন উঠেছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। গেরুয়া রাজ্য সরকারের (Madhya pradesh) অপদার্থতার দিকেও আঙুল উঠেছে। চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।

আরও পড়ুন- বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর

Latest article