প্রতিবেদন: মোদি জমানায় এবার ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি। আরবি ইনভেস্টমেন্ট নামে একটি সংস্থার বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে। সংস্থাটির মালিক রাজেশ বোথরা এবং রেশমি বোথরা। সারা ভারতে তো বটেই বিদেশেও এদের নেটওয়ার্ক রয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
বোথরা দম্পতির বিরুদ্ধে অভিযোগ, দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে একটি জাল আর্থিক প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কোটি টাকা তারা তছরূপ করেছে। এই দম্পতির বিরুদ্ধে বিভিন্ন বেআইনি কার্যকলাপ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ষড়যন্ত্রেরও অভিযোগ রয়েছে। পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং) আইনেও অভিযুক্ত তারা। এই বিশাল অঙ্কের অর্থ তছরূপের বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ইডিকে একটি সিট গঠনের আর্জি জানানো হয়েছে। সিবিআই, আরবিআই, সেবি এবং ইডির আধিকারিকরা থাকবেন এই বিশেষ তদন্তকারী দলে। বোথরা দম্পতির তরফ থেকে অবশ্য এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।