মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী। এই প্রকল্পের পথশ্রী-৩-এ, পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ১২ হাজার কিলোমিটার রাস্তানির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের উদ্বোধন হল। পূর্ব মেদিনীপুর জেলায় ১০৬৫টি রাস্তা তৈরি হচ্ছে। যার মোট দৈর্ঘ্য ৯৫০.১৯৮ কিলোমিটার। এর জন্য ব্যয় হবে ৩৪৯.৩১ কোটি টাকা। প্রথম দিনেই জেলা পরিষদ অফিসে পথশ্রী-৩ প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক। ছিলেন জেলাশাসক তনবীর আফজাল। এই প্রকল্পের তৃতীয় পর্বের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকে একটি করে রাস্তার উদ্বোধন হয়। রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ২ অঞ্চলের কুলিআট্টা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত ৬০০ মিটার রাস্তা-সহ আরও একটি রাস্তার সূচনা হয়। সূচনা করেন বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। কাঁথি ৩ ব্লকের কুমিরদা অঞ্চলের বড় নামাইতে ৮০০ মিটার ঢালাই রাস্তার কাজেরও সূচনা হয়। এখানে রাস্তার সূচনা করেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ। উপস্থিত ছিলেন, কাঁথি ৩ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ। বর্ষা আসার আগে বিশেষত গ্রামবাংলায় এই প্রকল্প শুরু হওয়ায়, বেজায় খুশি বাসিন্দারা। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়, এই প্রকল্পে এত রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব-অভিযোগ মিটবে। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন। রাস্তাগুলো তৈরি হয়ে গেলে এলাকার অর্থনীতিরও বিপুল পরিমান উন্নতি হবে।
আরও পড়ুন- বেআইনি তৃতীয় বিয়ে! ৭ বছরের সাজা ইমরানকে