মাদক-বিরোধী অভিযানে সাঁজোয়া, ব্রাজিলে খতম ১২১

Must read

রিও ডি জেনেরিও: অভূতপূর্ব মাদকবিরোধী অভিযান চলছে ব্রাজিলে (Brazil massive drug bust)। মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই অভিযানে মৃত্যু হয়েছে অন্তত ১২১ জনের। মাদক-সাম্রাজ্য ধ্বংস করতে আকাশে উড়ছে ড্রোন, সেনাবাহিনীর হেলিকপ্টার। পথে নেমেছে সাঁজোয়া গাড়ি। ব্রাজিলের (Brazil massive drug bust) ইতিহাসে এটাই সবচেয়ে বড় পুলিশি অভিযান। রিও ডি জেনেইরোর সবচেয়ে বড় অপরাধী সংগঠন কমান্ডো ভেরমেলহোকে গুঁড়িয়ে দিতে চলছে এই অপারেশন। রাজনৈতিক অপরাধীরা ১৯৭০ সালে কারাগারে বসে তৈরি করেছিলেন এই সংগঠন। এখন এর সদস্য প্রায় ৩০ হাজার।

আরও পড়ুন-টানা বৃষ্টিতে আটকে পড়েছেন এভারেস্টের কয়েকশো পর্যটক

Latest article