এ কী হাল বিজেপি শাসিত মহারাষ্ট্রে! নেই নজরদারি। মহিলার জন্য প্রকল্প। টাকা পাচ্ছেন পুরুষরা। নেই প্রসাসনের কাছে কোনও উত্তর। মহারাষ্ট্রে লড়কি বহিন (Ladki Bahin Yojana) প্রকল্প থেকে টাকা তুলছেন পুরুষরা। ১ জন দুজন নয় লড়কি বহিন প্রকল্পে টাকা তুলেছে ১২ হাজার ৪৩১ জন। একের পর এক ডবল ইঞ্জিন রাজ্য দুর্নীতি-জালিয়াতি প্রকাশ্যে আসছে। এদিকে বিজেপি শাসিত রাজ্যে না আছে মহিলারা নিরাপদে না আছে মহিলাদের প্রকল্প নিরাপদে। এ প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লড়কি বহিন (Ladki Bahin Yojana) যোজনার আওতায় ২১-৬৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। রাইট টু ইনফরমেশন (RTI) তথ্য অনুসারে, ১২হাজার ৪৩১ জন পুরুষকে ১৩ মাস ধরে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছে। যার ফলে পুরুষরা এই প্রকল্পের আওতায় মোট ২৪.২৪ কোটি টাকা পেয়েছেন। এদিকে ৭৭হাজার ৯৮০ জন অযোগ্য মহিলাকে ১২ মাস ধরে মোট ১৪০.২৮ কোটি টাকা করে দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, ২০২৪ সালের জুন মাসে চালু হওয়া এই প্রকল্পের আনুমানিক ২.৪১ কোটি মহিলা সুবিধা পেয়েছেন, ফলে সরকারের প্রতি মাসে প্রায় ৩,৭০০ কোটি টাকা খরচ হচ্ছে।
আরও পড়ুন- বাংলায় দুর্যোগ সত্ত্বেও নেই কেন্দ্রের ত্রাণ! মহারাষ্ট্রে কয়েক হাজার কোটি, তোপ দাগল তৃণমূল
লড়কি বহিন প্রকল্পে পুরুষরা টাকা পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে, “মহারাষ্ট্রে মহিলাদের জন্য চালু হওয়া লড়কি বহিন প্রকল্পে ১২,৪৩১ জন পুরুষ টাকা তুলছে! ভাবতে পারেন? দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হচ্ছে একের পর এক ডবল ইঞ্জিন রাজ্য।
এটাই বিজেপির “সুশাসন”—যেখানে মহিলাদের অধিকারও ছিনিয়ে নিচ্ছে পুরুষদের নামে ভুয়ো সুবিধাভোগীরা। দুর্নীতি, অব্যবস্থা আর ভণ্ডামিতেই ডুবে আছে বিজেপির সরকার! ১৬৪ কোটি টাকারও বেশি সরকারি অর্থ গেছে ভুয়ো ব্যক্তিদের হাতে!
বিজেপি-শাসিত রাজ্যে নারীরা নিরাপদ নয়, নারীদের প্রকল্পও নিরাপদ নয় — কারণ ওদের শাসন মানেই প্রতারণার নতুন রেকর্ড!”