সংবাদদাতা, দুর্গাপুর : ‘উন্নয়নের পথে ১১ বছর’ শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার বহু প্রকল্পের শিলান্যাস ও বহুমুখী পরিষেবা প্রদান অনুষ্ঠানের সূচনা করেন। বৃহস্পতিবার। সেই দিনই তার রেশ ধরে জেলায় জেলায় হল পরিষেবা প্রদান অনুষ্ঠান। অণ্ডালে ১২৫ জন নাগরিকের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন প্রকল্পের সুবিধা। এদিন অণ্ডাল ব্লকে আয়োজিত হল সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। অণ্ডালের বিডিও অফিস কনফারেন্স হলে।
আরও পড়ুন-স্বনির্ভর হবে সমবায় ব্যাঙ্ক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস প্রমুখ। ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকরাও। ব্লকের আটটি পঞ্চায়েতের ১২৫ জন সুবিধাভোগীর হাতে এদিন সবুজ সাথীর সাইকেল, স্বাস্থ্যসাথী কার্ড, মৎস্যজীবীদের পরিচয়পত্র, প্রতিবন্ধী ভাতার কার্ড ইত্যাদি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। এছাড়াও দুর্গাপুর মহকুমার প্রায় ৬০০ জন ছাত্রছাত্রীকে এদিন দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের বেনিফিশিয়ারিদের হাতে নানা ধরনের মানবকল্যাণমূলক প্রকল্পের সুবিধাসমৃদ্ধ নথি তুলে দেন মন্ত্রী মলয় ঘটক ও এডিডিএ-র চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে খুব খুশি।