তিনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানে যাচ্ছেন পিছনে হাজার হাজার মানুষ। মালদহেও তার ব্যতিক্রম হল না। জনপ্লাবনে অন্য মানবিক ছবি দেখা গেল মালদহে।
শবরী রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন। আর এক শবরীর দেখা মিলল। বিমলা সরকার, বয়স ১২৭। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) ‘তৃণমূলে নবজোয়ার’ প্রচারকাজে নালাগোলা গ্রামের মধ্য দিয়ে যাবেন জেনে প্রতীক্ষা করছিলেন। জানতে পেরেই অভিষেক ছুটে যান তাঁর কাছে। প্রণাম করে আশীর্বাদও নেন। বিমলা দেবী ১০০০ টাকা বার্ধক্যভাতার জন্য অভিষেক (Abhishek banerjee) ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ করলেন। বললেন, ছেলেরা অবসরপ্রাপ্ত। এই টাকায় প্রতি মাসে ওষুধ কেনার খরচা উঠে যায়। নাতি মনোজিৎ জানান, ঠাকুরমা নিজের চোখে ওঁকে দেখতে চেয়েছিলেন। দেখা পেয়ে বেজায় খুশি। অভিষেক প্রণাম করতেই বললেন, বেঁচে থাক বাবা।
আরও পড়ুন-বাংলার বকেয়া নিয়ে দিল্লিতে নীরব কেন অধীর? কংগ্রেস-বিজেপি আঁতাত! আক্রমণ অভিষেকের