প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে ১৩ সেনার দেহ তামিলনাড়ু থেকে দিল্লিতে এসেছিল। শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী। রাতে সেনা সর্বাধিনায়কের দেহ ছিল দিল্লির বাড়িতে। আজ, শুক্রবার শেষকৃত্য।
আরও পড়ুন-গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় জুভে
তামিলনাড়ুর কুন্নুরে এদিন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ব্ল্যাকবক্স। আপাতত ব্ল্যাকবক্স কী বলে তার দিকেই নজর রয়েছে গোটা দেশের। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ছবি। যদিও সরকারি তরফে সেই ভিডিও যথার্থ কি না তা জানানো হয়নি। তিন বাহিনীর সদস্যদের নিয়ে তৈরি হয়েছে তদন্ত কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন মহলে নানারকম খবর ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ এই দুর্ঘটনার পিছনে চিনের হাত দেখছে। কেউ আবার প্রতিবেশী দেশের চক্রান্তের কথা তুলে ধরেছে। কিন্তু এই সমস্ত দাবির কোনও যৌক্তিকতা নেই। বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি গোড়াতেই গলদ ছিল তা ব্ল্যাকবক্স রিপোর্টেই স্পষ্ট হবে। অত্যাধুনিক হেলিকপ্টার কীভাবে ভেঙে পড়ল সেটাই বিস্ময়ের ও কোটি টাকার প্রশ্ন।