প্রতিবেদন : জঙ্গিযোগে ধৃত ১৩। আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে মহারাষ্ট্র ও কর্ণাটক দুই রাজ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দুই রাজ্যের ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। শনিবার সকাল থেকে শুরু হয় এই অভিযান।
আইএস-এর কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে গত অগাস্টে আকিফ আতিক নাচান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। পরে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয় নভেম্বরে। এনআইএ সূত্রের খবর, মুম্বই থেকে গত মাসে গ্রেফতার করা হয়েছিল তাবিশ নাসের সিদ্দিকি নামে এক ব্যক্তিকে। জুবেইর নুর মহম্মদ শেখ এবং আদনান সরকার গ্রেফতার হয় পুণে থেকে। শরজিল শেখ এবং জুলফিকার আলিকে গ্রেফতার করা হয় ঠাণে থেকে। সেই ঘটনার পর দেশে আইএসের সক্রিয় কর্মী খুঁজতে মাঠে নামল জাতীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ সূত্রের খবর, মহারাষ্ট্রের ঠাণে, পুণে, মীরা ভায়ান্দরে তল্লাশি অভিযান চালানো হয়। কর্নাটকের এক জায়গায়, পুণের দু’জায়গায়, ঠাণে গ্রামীণের ৩১ জায়গায়, ঠাণে শহরে ৯ জায়গায় এবং ভায়ান্দরের এক জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ (NIA) সূত্রে খবর।
আরও পড়ুন- জিতেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি