সংবাদদাতা, শিলিগুড়ি : দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এবছর কার্নিভালে মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভালের সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয়। কখন, কোন রাস্তা দিয়ে কার্নিভালের গাড়িগুলো বের করা হবে, কোন সময়ে কোন ক্লাব অংশগ্রহণ করবে, সমস্ত কিছুই বৈঠকে জানানো হয়। কার্নিভালে অংশগ্রহণকারী ১৩টি ক্লাবকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন-নারী-সুরক্ষার লক্ষ্যে এসেছে অপরাজিতা বিল
প্রথম স্থানাধিকারী ক্লাবকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৬০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও অন্য অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ২৭ অক্টোবর বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে বিভিন্ন ক্লাবকে শারদসম্মান জানানো হবে। প্রথম পুরস্কার ৩৫ হাজার, দ্বিতীয় ২৫ হাজার, তৃতীয় ২০ হাজার, চতুর্থ ১৫ হাজার, পঞ্চম স্থানাধিকারীকে ১০ হাজার টাকা, শংসাপত্র ও মেমেন্টো দেওয়া হবে।