১৩ গোল ছেলেদের, হার মেয়েদের

ছেলেরা থাইল্যান্ডের মাটিতে দাপুটে পারফরম্যান্স দেখালেও ভারতের সিনিয়র মহিলা দল সাফল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে হতাশ করল।

Must read

চোনবুরি, ২৩ অক্টোবর : অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা দুর্দান্তভাবে করল ভারত। ভারতীয় যুব দল থাইল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচে ব্রুনেই দারুসালামকে ১৩ গোলের সুনামিতে ভাসাল। ফল ১৩-০। বিশাল যাদব হ্যাটট্রিক করেন। বাকি গোলগুলি করেন মহম্মদ আরবাশ, ভারত লাইরেনজাম, মহম্মদ কাইফ, নাগমগাউহউ মাতে, মানভাকুপার মালগিয়াং, হেমনেইচুং লুনকিম, আজলান শাহ, মহম্মদ সামি, সুমিত শর্মা ও উশাম সিং। প্রথম মিনিট থেকে ভারতের আগ্রাসনের সামনে দিশেহারা ব্রুনেই। ৮ মিনিট থেকে ভারতের গোল-উৎসব শুরু হয়। সংযুক্ত সময়ে ৯৪ মিনিটে শেষ গোল।

আরও পড়ুন-সংবিধান বদলের দাবি, নতুন করে ফের অস্থির বাংলাদেশ

ছেলেরা থাইল্যান্ডের মাটিতে দাপুটে পারফরম্যান্স দেখালেও ভারতের সিনিয়র মহিলা দল সাফল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে হতাশ করল। পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরুর পর কাঠমান্ডুতে বুধবার বাংলাদেশের কাছে ১-৩ গোলে হেরে গেলেন বালা দেবীরা। প্রথমার্ধেই হল চারটি গোল। ভারতের একমাত্র গোলটি বালা দেবীর। হারলেও ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে উঠল ভারত।

Latest article