প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য আগেই ‘হেলথ স্কিম’ চালু করেছিল। তা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল বেশ কিছু নতুন হাসপাতালকে যুক্ত করে। কিন্তু তারপরও উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা যথার্থ ছিল না। তাই সেই সমস্যা দূরীকরণে ফের উদ্যোগী হল নবান্ন। উত্তরবঙ্গের আরও কয়েকটি বেসরকারি হাসপাতালকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে এল রাজ্য সরকার। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও আধিকারিকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নিতে পারবেন সেইসব হাসপাতাল থেকে। ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারি কর্মীরা। সম্প্রতি ফের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করানোর জন্য নবান্ন থেকে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন-সুগন্ধী জবা ফোটানোর লক্ষ্যে কাজ করছেন সিঙ্গুরের উদ্ভিদবিজ্ঞানী দীপ
সেই তালিকায় যুক্ত করা হয়েছে মোট ১৩টি বেসরকারি হাসপাতালের নাম। এই ১৩টি নতুন হাসপাতালের মধ্যে সাতটিই উত্তরবঙ্গের। গতবারের তালিকায় উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা কম থাকায় এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন তালিকায় সংযুক্ত হয়েছে শিলিগুড়ির একটি, মালদহের তিনটি, দক্ষিণ দিনাজপুরের দু’টি এবং আলিপুরদুয়ারের একটি বেসরকারি হাসপাতাল। এ-প্রসঙ্গে রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যেসব হাসপাতাল ও নার্সিংহোম যুক্ত করা হয়েছিল তার সিংহভাগই ছিল কলকাতা এবং শহরতলির। উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা ছিল নগণ্য। রাজ্য সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন হাসপাতাল সংযুক্তিকরণকে স্বাগত। উল্লেখ্য, হেলথ স্কিমে সরকারি কর্মী ও পেনশনভোগী প্রাক্তন সরকারি কর্মীরা নিজেদের জন্য ২ লাখ এবং পরিবারের চিকিৎসার জন্য ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেয়ে থাকেন। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমে বেশ কিছু রোগের তালিকা যুক্ত করা হয়েছিল। এবার নতুন হাসপাতাল যুক্ত হওয়ার ফলে সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা আরও বাড়ল।