ছত্তিসগড়ে ট্রেলার-ট্রাক দুর্ঘটনায় নিহত ১৩

রবিবার গভীর রাতে ছত্তীসগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৩ জন মারা গিয়েছে। সকলেই নারী ও শিশু।

Must read

রবিবার গভীর রাতে ছত্তীসগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৩ জন মারা গিয়েছে। সকলেই নারী ও শিশু। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনের রায়পুর হাসপাতালে চিকিৎসা চলছে। নিহত ও আহতরা সকলেই একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ঘটনার দিন রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। পুলিশের তরফে খবর, রায়পুর জেলার চাউতদ গ্রাম থেকে একদল গ্রামবাসী বাঁশরী গ্রামে গিয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে এসে হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাকটি। এদিন ছত্তিশগড়ে ট্রাকের সাথে ট্রেলারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে নয়জন মহিলা, দুজন তরুণী, একজন তরুণ, এবং ছয় মাস বয়সী একটি শিশু রয়েছে।

আরও পড়ুন-ইতিহাস বইয়ে নেতাজি কোথায় ?

জেলা শাসক জানান, কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সেটা এখনও স্পষ্ট নয়। আহতদের ছত্তীসগড়ের রাজধানী রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা ‘ছটী’র অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময়ে হঠাৎ ট্রেলার ও ট্রাকের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাতের যাত্রা বলে কোনও গাড়ির চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমিধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Latest article