ওমান (Oman) উপকূল বরাবর উল্টে গিয়েছিল একটি তেলের ট্যাঙ্কার (oil tanker)। দুর্ভাগ্যবশত ৪ দিন কেটে গেলেও কর্মীদের এখনও কোনও খোঁজ পাওয়া যায় নি। ওমানের প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে খবর নিখোঁজ ১৬ জনকে উদ্ধার করতে তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৩ জন ভারতের নাগরিক ও তিনজন শ্রীলঙ্কান। ঠিক কী কারণে ওমান উপকূল বরাবর সমুদ্রের মাঝে এভাবে তেলের ট্যাঙ্কার ডুবে গিয়েছে, এই নিয়ে মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে কিছু জানানো হয়নি। তেলের ট্যাঙ্কারটি জলের তলায় উল্টে আছে। তেলের ট্যাঙ্কার থেকে তেল বা তৈলজাতীয় পদার্থ সমুদ্রে পড়েছে কিনা, সেটা নিয়ে মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে কিছু বিবৃতি দেওয়া হয়নি। আপাতত ওমানের তরফে তল্লাশি অভিযান চলছে।
আরও পড়ুন-স্বপ্নাদেশ পেয়ে উত্তরাখণ্ডের সরকারি জমিতে মন্দির তৈরি স্বঘোষিত ধর্মগুরুর
২০০৭ সালে ১১৭ মিটার দৈর্ঘ্যের ‘প্রেস্টিজ ফ্যালকন’ নামে ওই তেলের ট্যাঙ্কারটি তৈরি হয়। অল্প দূরত্বের সমুদ্রপথ পাড়ি দিতে এমন ছোট আকৃতির তেলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়। ‘মেরিন ট্র্যাফিক ডটকম’ জানায় চারদিন আগে শেষবার ওই জাহাজের ‘লোকেশন’ পাওয়া যায় তারপর আর কোন হদিশ পাওয়া যায় নি।
আরও পড়ুন-বন্ধ রংপো থেকে আন্ধেরি যাওয়ার রাস্তা, বিপাকে পর্যটকেরা
প্রসঙ্গত, দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে ‘প্রেস্টিজ ফ্যালকন’ নামে ওই তেলের ট্যাঙ্কারটি রওনা দিয়ে ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। হামরিয়া বন্দর থেকে এডেনের দূরত্ব প্রায় ২,৭০০ কিলোমিটার। রাস মাদ্রাকাহের দক্ষিণ-পূর্বে ২৫ নটিকাল মাইল দূরে ওই তেলের ট্যাঙ্কার ডুবে গিয়েছে। সবমিলিয়ে সময়ের সাথে উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে।