কাশ্মীর-মণিপুরে সেনার গুলিতে খতম ১৩ জঙ্গি

গোপন সূত্র মারফত মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় সশস্ত্রবাহিনী

Must read

প্রতিবেদন : জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত। মঙ্গলবার সোপিয়ানের জঙ্গলে অপারেশন চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। তার ৪৮ ঘণ্টার মধ্যেই এবার অবন্তিপুরার ত্রালে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল তিন জইশ জঙ্গি! মণিপুরেও সেনার হাতে খতম হয়েছে ১০ জঙ্গি। গোয়েন্দা সংস্থার তরফে গোপন সূত্রে সন্ত্রাসীদের মুভমেন্টের খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ত্রালের নাদার এলাকায় কাশ্মীর পুলিশ ও বিএসএফকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। লুকিয়ে থাকা ৩ জঙ্গির তরফেই প্রথম সেনার উপর ভারী গুলিবর্ষণ শুরু হয়। সশস্ত্রবাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টার গুলির লড়াইয়ে ৩ জঙ্গিকেই নিকেশ করেন বাহিনীর জওয়ানরা। সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া জঙ্গিরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সক্রিয় জেহাদি। তার মধ্যে অন্যতম হল আসিফ সেখ। এছাড়াও আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার ভাট নামের আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার সোপিয়ান যে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল, তারা লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল।

আরও পড়ুন-আইসক্রিমে টিকটিকির লেজ, আহমেদাবাদে অসুস্থ হয় পড়লেন মহিলা

কাশ্মীরের পাশাপাশি জঙ্গিনিধন চলছে উত্তর-পূর্ব ভারতেও। বুধবার মণিপুরে সেনার গুলিতে মৃত্যু হয়েছে ১০ জঙ্গির। সেনার ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, গোপন সূত্র মারফত মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় সশস্ত্রবাহিনী। চিরুনি তল্লাশি শুরু হতেই সন্ত্রাসীদের তরফে গুলির বৃষ্টি হয় সেনাকে লক্ষ্য করে। জবাবি গুলিবর্ষণে অসম রাইফেলসের স্পিয়ার কর্পস জওয়ানদের হাতে মৃত্যু হয় ১০ জঙ্গির। উদ্ধার হয়েছে জঙ্গিদের মজুত করে রাখা বিপুল অস্ত্রভাণ্ডার। মৃত সন্ত্রাসবাদীদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Latest article