সাগরমেলা সামলাবে ১৩ হাজার পুলিশ

সোমবার ভিড় সামাল দিতে ভেসেলের পাশাপাশি বার্জ চালাতে হয়। লট নম্বর আট থেকে কচুবেড়িয়াতে বার্জে করে যাত্রী পার করতে হয়।

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর :‌ এবারের সাগরমেলায় ভিড় সামাল দিতে বিশেষ দায়িত্ব পালন করবেন সুন্দরবন পুলিশ জেলার উইনার্স টিম। বর্তমানে এই টিমে ৩০ জন প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মী আছেন। এবারের মেলায় এদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ২ জন করে একটি দল ধরে ১৫টি দলকে ব্যবহার করা হবে। এরা বাইক বা স্কুটি নিয়ে এলাকায় ঘুরে বেড়াবেন।

আরও পড়ুন-মেসির হাতেই ব্যালন ডি’অর, বলছেন লেয়নডস্কি

৫টি দল থাকবে কচুবেড়িয়া থেকে কপিলমুনি মন্দির পর্যন্ত। আর ১০টি দল থাকবে কাকদ্বীপ স্টেশন, বামুনেরমোড়, কাশীনগর, লট নম্বর আট পয়েন্টে। প্রয়োজনে নামখানা পয়েন্টেও থাকবে উইনার্স টিমের সদস্যরা। মূলত মহিলাদের সুরক্ষা ও সহযোগিতার জন্য এদের ব্যবহার করা হবে। দীর্ঘ যাত্রাপথে কোনও মহিলা পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে উইনার্স টিমের সদস্যরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। এ ছাড়া ভিড় সামাল দিতেও এরা কাজ করবেন। অন্যবারের তুলনায় এবার মেলা শুরুর অনেক আগে থেকে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। বড়দিন ও বছর শেষের ছুটিতে হাজার হাজার ভ্রমণার্থী ও পুণ্যার্থী সাগরমুখী।

আরও পড়ুন-এমপি কাপ ফাইনালে মল্লিকপুর

সোমবার ভিড় সামাল দিতে ভেসেলের পাশাপাশি বার্জ চালাতে হয়। লট নম্বর আট থেকে কচুবেড়িয়াতে বার্জে করে যাত্রী পার করতে হয়। কচুবেড়িয়াতে ভিড় সামাল দিতে ব্যারিকেড করে দিতে হয় পুলিশকে। এখন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে সব ফেরিঘাটে। দুপুরে সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় কচুবেড়িয়া ও লট নম্বর আট জেটি ঘুরে দেখেন। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, এবারের মেলায় সবমিলিয়ে ১৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। উইনার্স টিমকে বিশেষভাবে আমরা ব্যবহার করব।

Latest article