উত্তরপ্রদেশে আবারও তাপপ্রবাহের জেরেই কি মৃত্যু ১৩ ভোটকর্মীর?

Must read

উচ্চ রক্তচাপ ও জ্বরের জেরে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একই জেলা থেকে মৃত্যু হল ১৩ ভোটকর্মীর। ভোটের দায়িত্বে থাকার সময় ৯ জন হোমগার্ড এবং ৪ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের। যারা মারা গিয়েছে তাদের তাপপ্রবাহের জেরে মৃত্যু কিনা তা এখনও স্পষ্ট নয়।

হোমগার্ডের কমান্ড্যান্ট বিকে সিং জানিয়েছেন, এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন। তাঁদের মধ্যে এক জন পিএসি জওয়ান, এক জন দমকলকর্মী এবং এক জন পুলিশকর্মী। মির্জাপুরে শনিবার শেষ দফার ভোট চলছে। এখানেই ভোটের কাজে পাঠানোর আগেই ৬ হোমগার্ডের মৃত্যু হয়।

আরও পড়ুন: শেষ দফার ভোট চলাকালীন মুম্বইগামী বিমানে বোমাতঙ্ক!

গত ৭ দিনেরও বেশি সময় ধরে উত্তর ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। গরমে পুড়ছে দিল্লি, উত্তরপ্রদেশ,পাঞ্জাব, হরিয়ানা। তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছেছে ৫২ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

Latest article