আজ ঘরে ফিরবেন ১৩৫ মৎস্যজীবী

আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ঘাটে ফিরবেন ওই মৎস্যজীবীরা। কাকদ্বীপ, নামখানা থেকে ৮টি ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল।

Must read

প্রতিবেদন : গত জুন মাসের শেষ সপ্তাহে ১৩৫ জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়েন। বাংলাদেশ বর্ডার গার্ড ওই ভারতীয় মৎস্যজীবীদের আটক করে মঙ্গলাপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতার করা হয় মৎস্যজীবীদের। এরপর থেকে বাংলাদেশ জেলে বন্দি ছিলেন ১৩৫ জন মৎস্যজীবী। বুধবার সকলকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মেট্রোতে রেকর্ড আয়

আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ঘাটে ফিরবেন ওই মৎস্যজীবীরা। কাকদ্বীপ, নামখানা থেকে ৮টি ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। তারপর ঘটে বিপত্তি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, আমরা নিয়মিত বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। রাজ্যের স্বরাষ্ট্র দফতরও মৎস্যজীবীদের ফেরানোর জন্য উদ্যোগ নেয়। মৎস্যজীবীরা বাড়ি ফিরে আসায় আমরা খুশি। পরিবারের লোকজনও স্বস্তি পেল।

Latest article