আর দিন দুয়েক পরেই বাংলা নববর্ষ। এবছরই প্রথম পয়লা বৈশাখকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Dibas) হিসেবে পালন করবে রাজ্যে সরকার। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও মিলেছে। এই উপলক্ষ্যে সরকারি মূল অনুষ্ঠানটি হওয়ার কথা তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজন কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে। কিন্তু ভোটের আবহে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলেও তাতে আড়ম্বর কতটা থাকবে তা নিয়ে প্রশাসনিক মহলেই সংশয় রয়েছে। প্রচারে ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া এমসিসি বা নির্বাচনী আচরণ বিধিতে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের না থাকার কথা বলা রয়েছে। সেজন্য এই অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: রেড রোডে ইদের নামাজে এজেন্সিকে তুলোধনা, CAA-NRC নিয়েও আক্রমণ মুখ্যমন্ত্রীর
এর আগে কেন্দ্রের তরফে ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস (Paschimbanga Dibas) হিসেবে ঘোষণা হলেও ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করা হয়। সেইমত প্রতি বছর সরকারি নিয়মে বাংলা দিবস হিসেবে পালনের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ হয়।