ছত্তিশগড়ে খতম একাধিক মাওবাদী! উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Must read

একসঙ্গে ১৪ মাওবাদী নিহ ওড়িশা-ছত্তিশগড় (Chhattishgarh) সীমান্তের গড়িয়াবাদ জেলায়। মৃতদের মধ্যেই রয়েছে জয়রাম ওরফে চালপতি, যে ছিল মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য। কেন্দ্র সরকারের তরফে তার মাথার দাম এক কোটি টাকা রাখা হয়েছিল। সোমবার দিনভর গড়িয়াবাদের জঙ্গল এলাকায় কোবরা বাহিনী, স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে মাওবাদী নিধনের পাশাপাশি উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।

গোপন সূত্রে খবর পেয়ে ওড়িষা-ছত্তিশগড় (Chhattishgarh) সীমান্তের গড়িয়াবাদের জঙ্গলে সোমবার সকাল থেকে অপারেশন চালায় যৌথ বাহিনী। ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সঙ্গে যোগ দেয় সিআরপিএফের কোবরা বাহিনী। সেই সঙ্গে ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরাও এই অপারেশন চালায়।

আরও পড়ুন-চিত্তরগড়ে স্কুলের মধ্যেই ঘনিষ্ঠ স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষিকা

সোমবার প্রাথমিকভাবে দুই মাওবাদী নিহত হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে। এরপর দেহ উদ্ধারের কাজ শেষ হলে জানা যায় নিহত হয়েছে ১৪ মাওবাদী। এই অপারেশনে এক জওয়ান সামান্য আহত হয়েছেন।

সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে এটি সব থেকে বড় অপারেশন বলে মনে করা হচ্ছে, যেখানে ব্যবহার করা হয়েছে কোবরা বাহিনীকেও। গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন রাজ্যে চলা মাওবাদী বিরোধী অভিযানে এখনো পর্যন্ত নিহত হয়েছে ২৩ মাওবাদী জঙ্গি।

Latest article