মুখ্যমন্ত্রীর ডাকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ১৪ পড়ুয়া

মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি হয়ে বহরমপুর সুতির মাঠের ডাক্তারি পড়ুয়া ঋতম পাল বলেন, যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন তিনি।

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর : ইউক্রেনফেরত ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মার্চ, বুধবার, কলকাতায়। খবরটা পেয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের ১৪ জন ইউক্রেনফেরত পড়ুয়া। ওই পড়ুয়াদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বেলডাঙা, সাগরদিঘি, ফরাক্কা-সহ বিভিন্ন ব্লকের ১৪ জন পড়ুয়াকে বুধবার বহরমপুর থেকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়।

আরও পড়ুন-ইস্তফা বিশ্বভারতী রেজিস্ট্রারের কালা নির্দেশ প্রত্যাহার

মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি হয়ে বহরমপুর সুতির মাঠের ডাক্তারি পড়ুয়া ঋতম পাল বলেন, যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন তিনি। দেড় বছর ক্লাস হয়ে গিয়েছে তাঁর। বাকি কয়েকটি বছর নিয়ে চিন্তায় ছিলেন তিনি ও তাঁর পরিবার। এ রাজ্যে পড়াশোনা করতে পারলে তাঁর মতো অনেক ছাত্রছাত্রী উপকৃত হন। কেননা অনলাইনে ডাক্তারি পড়া সম্ভব নয়। ফলে রাজ্যের যে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের পড়তে সুযোগ দেওয়া হোক বলে আর্জি ঋতম পালের।

আরও পড়ুন-বিজিপ্রেসে কর্মরত ২২৩ জনের কারো চাকরি যাবে না, নিয়োগ হবে অন্যত্র

অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের তনুকা পাল বলেন, ভারতে ডাক্তারি পড়াশোনা করতে প্রচুর খরচ হয়। সে কারণেই তিনি ইউক্রেনে পাঠিয়েছিলেন একমাত্র ছেলে ঋতমকে। ছেলে ফিরে আসার পর ইউক্রেনে আর পাঠাতে ইচ্ছে নেই তাঁদের। তাছাড়া কবে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হবে সেই চিন্তাও রয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর সন্তান-সহ অন্য পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন শুনে আনন্দিত তিনিও। এদিকে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সিরাজ দানেশ্বর বলেন, রাজ্য সরকারের নির্দেশমতো মুর্শিদাবাদের ১৪ জন ইউক্রেনফেরত পড়ুয়াকে চিহ্নিত করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই পড়ুয়াদের বুধবার সকালে বহরমপুর থেকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

Latest article