প্রতিবেদন : উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শূন্য পদে শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। মেধাতালিকায় নাম না থাকা প্রার্থীদের করা মামলা খারিজ করে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল হাইকোর্টের রায়ই বলবৎ থাকছে। সুপ্রিম কোর্ট সেই রায়ে কোনও হস্তক্ষেপ করবে না। অর্থাৎ নতুন মেধাতালিকা প্রকাশে বাধা থাকল না স্কুল সার্ভিস কমিশনের। হাইকোর্টের নির্দেশমতো ২৫ সেপ্টেম্বর বুধবারই মেধাতালিকা প্রকাশ করছে এসএসসি।
ফলে পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার জট কেটে যাচ্ছে। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত (Supreme Court)। ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই বছরেই স্টেট লেভেল সিলেকশন টেস্টে ২ লক্ষ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের ২৪ অগাস্ট এসএসসি ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে। এরপরই একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ১৪ হাজার ৩৩৯ খালি পদের মধ্যে ১৪ হাজার ৫২ পদের জন্য মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। এরপরেই শীঘ্র নিয়োগের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু ফের এক আবেদনকারী ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন। মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় রাজ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ জট কাটতে চলেছে। বুধবারই প্রকাশিত হচ্ছে নয়া মেধাতালিকা।
আরও পড়ুন- আরজি করে ভুল চিকিৎসায় পা বাদ, মুখ না খুলতে চাপ পরিবারকে