১৪০ জন বন্দি এইচআইভি পজিটিভ

জেল সুপার বলছেন বড় বিষয় নয়

Must read

নয়াদিল্লি : বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সবকিছুই উল্টো পথে চলে। দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দাসনা কারাগারে ৫৫০০ জন বন্দির মধ্যে ১৪০ বন্দি এইচআইভি পজিটিভ (HIV Positive- Dasna Jail)। অথচ এরকম এক মারাত্মক ঘটনা সামনে আসার পরেও জেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন। খোদ জেল সুপার বলছেন এটা কোনও বড় বিষয় নয়। অর্থাৎ অতি সংক্রামক রোগ হলেও বিষয়টিকে নিতান্তই সাধারণ ঘটনা হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ।

দাসনা (HIV Positive- Dasna Jail) জেলের সুপার অলোক কুমার সিং জানিয়েছেন, ওই জেলে ১৭০৪ জন বন্দি থাকার কথা। কিন্তু সেখানে বন্দি রয়েছে ৫৫০০ জন। বন্দিদের মধ্যে ১৪০ জন এইচআইভি পজিটিভ এবং ১৭ জন যক্ষ্মায় আক্রান্ত। তবে এইচআইভি পজিটিভ রোগীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রুটিন পরীক্ষা এবং রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। জেল সুপার আরও বলেন, বেশির ভাগ মাদকাসক্তের মধ্যে এই রোগ পাওয়া গেছে। কারণ তারা একই সিরিঞ্জ ও সুচ দিয়ে মাদক নিয়ে থাকে। তবে ১৪০ জন বন্দি অতি সংক্রামক এইচআইভি পজিটিভ হলেও ঘটনাটিকে এমন কিছু বড় বিষয় হিসাবে দেখতে রাজি নন জেল সুপার। তাঁর এই গা–ছাড়া মনোভাব নিয়েই উঠছে প্রশ্ন৷

আরও পড়ুন-চলন্ত গাড়িতে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল মডেলকে, গ্রেফতার ৪

সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে এইডস আক্রান্তের সংখ্যা বেড়েছে। চলতি বছরের জুলাই মাসে উত্তরপ্রদেশের জেলে প্রায় ৩৫৬ জন এইডস রোগী ছিল। জুলাই মাসে শাহারানপুর জেলের ২৩ জন বন্দিকে এইচআইভি পজিটিভ বলে ঘোষণা করা হয়েছিল। সেপ্টেম্বর মাসে বরাবাঁকি জেলের ২৬ জন এবং আজমগড় জেলে ১০ জন বন্দির এইচআইভি আক্রান্ত হওয়ার খবর মেলে।

Latest article