জাতীয়

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১৫

উত্তরাখণ্ডের (Uttarakhand) পর এবার জম্মু-কাশ্মীরে চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা বৃষ্টির ফলে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। চাসোটি থেকে মাছাইল মাতা যাত্রা শুরু হয়। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়ে জানান, কিস্তেওয়ারের ডিসি ও স্থানীয় বিধায়কের সঙ্গে তিনি কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি নিজের বক্তব্য জানিয়ে লেখেন চাসোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিরাট মাপের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। দেশজুড়ে চলতি বছরে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা, বন্যা এবং ভূমিধসের ফলে প্রাণহানি ও রাজ্যগুলির সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর আগে, উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টির কয়েকদিন পর, ভূমিধসের কারণে চামোলি জেলার নন্দপ্রয়াগে রাস্তা বন্ধ হয়ে যায়। চামোলি জেলার ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, বৃষ্টির ফলে নন্দপ্রয়াগে ভূমিধস হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আপাতত বন্ধ থাকা রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট হারসিলের কাছে ধরালী গ্রামে এক বিশাল কাদা ধস নামে। ধরালীর বেশির ভাগ অংশ পাথর ও কাদার নীচে চাপা পড়ে গিয়েছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

7 seconds ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

36 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago