সংবাদদাতা, বাঁকুড়া : শীতের সকালে পিকনিক (Picnic) করতে যাওয়ার পথেই বিপত্তি! পিকআপ ভ্যানের সঙ্গে সম্মুখ-সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল যাত্রিবাহী বাস। গুরুতর আহত ১৫। শনিবার সাতসকালে কলকাতা থেকে পিকনিক করতে মুকুটমণিপুর যাওয়ার পথে খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়কের ইন্দপুরের বাগডিহার কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় বাসটি। উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি।
আরও পড়ুন-শনিবার দিল্লিতে ৩৮টি বিমান বাতিল, দেরিতে চলছে ১৭০টি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ। বাসের মধ্যে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। কমবেশি সকলেই আহত হয়েছেন। ইন্দপুর থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর জখম ১৫ জনকে উদ্ধার করে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, বাসের যাত্রীরা কলকাতার রুবি এলাকার বাসিন্দা এবং স্থানীয় রিকশা ইউনিয়নের সদস্য।