প্রতিবেদন : চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগ করার জন্য রাজ্য সরকার স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, মোট ১৫টি বিষয়ে স্বল্পমেয়াদি এই পাঠ্যক্রম চালু করা হবে। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অংশ হিসাবে এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূলত বায়ো সায়েন্সের ছাত্রছাত্রীরাই এই কোর্স করতে পারবেন। যে সমস্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানেই এই ১৫টি কোর্স চালু করা যাবে। সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রেই তা প্রযোজ্য। তবে কোর্স চালু করার আগে রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের অনুমোদন প্রয়োজন হবে। তারাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখে এই ছাড়পত্র দেবে। এই ১৫টি পাঠ্যক্রমের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয়স্তরের জন্য আলাদা আলাদা পাঠ্যক্রম নির্দিষ্ট করা হয়েছে। কিছু কোর্সে পড়াশোনার জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মূলত যে সমস্ত কোর্সের জন্য উচ্চমাধ্যমিকে বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেগুলি হল— ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, ব্লাড কালেকটর বা রক্ত সংগ্রহকারীর জন্য সহকারী। এছাড়াও কার্ডিয়াক কেয়ার, হাসপাতালের প্রশাসনিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহকারীর জন্য যে কোর্সগুলি প্রয়োজন সেখানে এই বায়োসায়েন্সের প্রয়োজনীয়তা রয়েছে। স্বল্প সময়ের জন্য এই কোর্স চালু করা হয়েছে। সেখানে প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা সময়সীমা রয়েছে। তবে ৩৬০ থেকে ৭২০ ঘণ্টার মধ্যে হতে চলেছে কোর্সগুলি। যাঁরা এই কোর্সগুলি করবেন তাঁদের থিওরি, প্র্যাকটিক্যাল সহ বাস্তবে কাজ করে তা শেখার ব্যবস্থাও করা থাকবে। মূলত গ্রামীণ মানুষের চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কথা মাথায় রেখেই এই কোর্সগুলি চালু করা হয়েছে।