গড়বেতায় বিজয়া মঞ্চে রাম-বাম ছেড়ে ১৫০ জনের তৃণমূলে যোগ

বিজয়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী ও গুণিজন সংবর্ধনা।

Must read

সংবাদদাতা, গড়বেতা : বিজয়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী ও গুণিজন সংবর্ধনা। রবিবার মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত গড়বেতা ১ ব্লক তৃণমূলের উদ্যোগে বিনোদ ধাড়া মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে গড়বেতা ১ ব্লকের সিপিএম এবং বিজেপির প্রায় ১৫০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন।

আরও পড়ুন-সোমবার ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী মামনি মান্ডি, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, শান্তনু দে, ব্লক সভাপতি অসীম সিংহ রায়, ব্লক মহিলা সভানেত্রী মিঠু পতিহার-সহ ১২টি অঞ্চলের সভাপতি, প্রধান ও দলের কার্যকর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই সিপিএম এবং বিজেপি ছেড়ে এঁদের তৃণমূলে যোগদান বলে জানান ব্লক সভাপতি অসীম সিংহ রায়। জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, বিজেপি শুধু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় রয়েছে, মাঠে-ময়দানে নেই! মাঠে-ময়দানে সারা বছর থাকে শুধু তৃণমূল কংগ্রেস।

Latest article