সংবাদদাতা, জয়রামবাটি : প্রায় দেড়শো বছরের রীতি মেনে শুক্রবার জয়রামবাটিতে মা সারদার জন্মভিটেতে হল জগদ্ধাত্রী পুজো। সকাল থেকে মাতৃমন্দিরের উদ্যোগে শুরু হয় পুজোপাঠ। মা সারদার স্মৃতিবিজড়িত এই পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমান দেশবিদেশের পুণ্যার্থীরা। একসময় সারদা-জননী শ্যামাসুন্দরী দেবী সারা বছর চাল সঞ্চয় করে কালীপুজোর দিন তা নৈবেদ্য হিসাবে পৌঁছে দিতেন গ্রামের নব মুখোপাধ্যায়ের বাড়ির মন্দিরে।
আরও পড়ুন-কোচ-মন্ত্রে বাজিমাত, চোখ ফাইনালে
১৮৭৭ সালে চাল মন্দিরে দিতে গেলে অজ্ঞাত কারণে নিতে অস্বীকার করে পরিবার। মর্মাহত শ্যামাসুন্দরী কালীপুজোর জন্য সঞ্চিত চাল দিয়ে কী করবেন ভেবে দিশেহারা হয়ে পড়েন। জনশ্রুতি, সেই রাতেই শ্যামাসুন্দরী স্বপ্নে দেবী জগদ্ধাত্রীকে দেখেন। তিনি স্বপ্নাদেশ দেন, ওই চালে তাঁর পুজো দিতে। সেইমতো ১৮৭৭ সালে নিজের বাড়িতেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন তিনি। তারপর থেকে প্রতি বছর জয়রামবাটিতে সেই পুজো হয়ে আসছে। শ্যামাসুন্দরীর মৃত্যুর পর পুজোর যাবতীয় দায়িত্ব নেন মা সারদা। ১৯১৯ পর্যন্ত আমৃত্যু নিজে পুজোর আয়োজন করতেন। পরে রামকৃষ্ণ মিশন মায়ের জন্মভিটেয় মাতৃমন্দির স্থাপন করে তাদের উদ্যোগে রীতি মেনে এই পুজো শুরু করে।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…