পথশ্রী প্রকল্পে গ্রামীণ উন্নয়নে জোর, বরাদ্দ হল ১৫০০ কোটি

Must read

প্রতিবেদন : একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিয়েই শেষ হল রাজ্য বাজেট। বুধবার রাজ্য বাজেটে অন্যতম উল্লেখযোগ্য ঘোষণা গ্রামীণ উন্নয়নে পথশ্রী (Pathasree) প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ। উল্লেখ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতির উন্নতির উপর বহুগুণ প্রভাব ফেলে। তাই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে পথশ্রী প্রকল্প (Pathasree)। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতেই রাজ্য বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে প্রত্যন্ত এলাকাগুলি পাবে আরও রাস্তা। ইতিমধ্যেই দক্ষিণ-সহ উত্তরের একাধিক গ্রাম এই প্রকল্পের মাধ্যমে পেয়েছে পেভার্স ব্লকের রাস্তাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে রাস্তার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন- বাংলায় কথা রাখার বাজেট: কেন্দ্রের বঞ্চনা, তবু আয় বৃদ্ধিতে সাফল্য

Latest article