দেশে নিষিদ্ধ হল ১৫৬ ককটেল ওষুধ

জনস্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে এমন ১৫৬টি কম্বিনেশন ড্রাগ বা ‘ককটেল মেডিসিন’ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷

Must read

প্রতিবেদন: জনস্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে এমন ১৫৬টি কম্বিনেশন ড্রাগ বা ‘ককটেল মেডিসিন’ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ এই ওষুধগুলি দেশের সাধারণ মানুষের শরীরের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থাকায় কেন্দ্রীয় সরকারের তরফে এই ১৫৬টি ককটেল ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

আরও পড়ুন-কী লভিনু এই চন্দ্রযানে?

প্রসঙ্গত, ককটেল ওষুধ হল একটির মধ্যে একাধিক ওষুধের সংমিশ্রণ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, একাধিক ওষুধের সংমিশ্রণে তৈরি বহু ওষুধই সাধারণ রোগীর দেহে কুপ্রভাব বিস্তার করে থাকে৷ খোলা বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামলের সংমিশ্রণে তৈরি বহু ওষুধকেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে৷ কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারাসিটামল ইনজেকশনের সঙ্গে মেফানেমিক অ্যাসিড কম্বিনেশন, লিভোসেট্রিজিনের সঙ্গে প্যারাসিটামল এবং ফেনিনেফ্রিল এইচসিএল কম্বিনেশন ড্রাগকেও নিষিদ্ধ করেছে মোদি সরকার৷ নিষিদ্ধ হওয়া ওষুধগুলি যাতে খোলাবাজারে আর বিক্রি না হয়, তা নিশ্চিত করার জন্য এবার সারা দেশে প্রচার করা হবে, দাবি জানানো হয়েছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে৷ এবারের মতো সংখ্যায় এত না হলেও জনস্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক চিহ্নিত করে গত বছরেই ১৪টি কম্বিনেশন ড্রাগকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার৷

Latest article