প্রতিবেদন : বরাবরই তিনি বাংলার ক্রীড়াবিদদের পাশে থেকেছেন৷ খেলাধুলোর মানোন্নয়নে সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার জন্য স্পোর্টস ডেস্ক তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাংলার একঝাঁক প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদকে পুরস্কৃত করেন তিনি৷ দেন আর্থিক সম্মাননাও৷ এ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলার খেলাধুলোর অগ্রগতির সোপান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাঁর দফতরে ক্রীড়াবিদদের জন্য পৃথক স্পোর্টস ডেস্ক তৈরির নির্দেশ দেন৷ যেখানে ক্রীড়াবিদরা তাঁদের সমস্ত তথ্য জমা দেবেন বায়োডেটা সহযোগে৷ সেখান থেকে চাকরির জন্য ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ এদিন ১৫৬৭ জন প্রাক্তন ক্রীড়াবিদকে মাসিক ১ হাজার টাকা করে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে তাঁরা ভাতা পাবেন৷ অর্থাৎ গত চার মাসের ভাতা একসঙ্গে পাবেন৷
আরও পড়ুন- কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করে সতীর্থকে বেনজির আক্রমণ অভিজিতের
এ ছাড়াও এশিয়ান গেমসে মহিলা টিমের সদস্য, সুইমিং টিমের সদস্য, প্যারা ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়ন টিমের সদস্যদের হাতে আর্থিক পুরস্কার (১০ লক্ষ) তুলে দেওয়া হয়৷ সব মিলিয়ে ৩২২ জন বর্তমান কৃতী খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়৷ এরপর রাজ্য পুলিশের ৮ জন অফিসারকে তাঁদের নিষ্ঠা ও দক্ষতার জন্য শৌর্যপদক তুলে দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)৷ তিনি বলেন, আমরা খেলাধুলোয় উৎসাহের জন্য প্রচুর চাকরি দিয়েছি স্পোর্টস কোটায়৷ জঙ্গলমহল কাপ করা হয়৷ বাংলায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে৷ আরও বেশি করে তাদের সামনের সারিতে তুলে আনতে হবে৷