সংবাদদাতা, মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে গতি এসেছে। পড়ুয়াদের জন্য একের পর এক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী। যাতায়াতের সুবিধার জন্য পড়ুয়াদের দেওয়া হয়েছে সাইকেলও। শনিবার মালদহের ইংরেজবাজার ব্লকের খাসকোল হাইস্কুলের মাঠ ভরে উঠেছিল খুশির কোলাহলে। সারি সারি নতুন ঝকঝকে সাইকেল সাজানো, পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত নবম শ্রেণির ছাত্রছাত্রী।
আরও পড়ুন-শ্রীরামপুর রাজবাড়ির পুজো যেন কাব্য
এই অনুষ্ঠানে হাজির ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ,জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, প্রধান শিক্ষক বোমকেশ সরকার প্রমূখ। অতিথিরা একে একে ১৫৭ জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেন। কেউ হয়তো দূরের গ্রাম থেকে হেঁটে স্কুলে আসতে ক্লান্ত হতো, কেউ বা প্রতিদিন দেরিতে পৌঁছত। আজ থেকে সেই দুশ্চিন্তার ইতি। এখন তাদের হাতে আছে সাইকেল-যা বইয়ের ব্যাগের সঙ্গে বয়ে নিয়ে চলবে ভবিষ্যতের স্বপ্নও।সাইকেল পেয়ে এক ছাত্রী হেসে বলল, এখন থেকে স্কুল যাওয়া অনেক সহজ হবে, আমি পড়াশোনায় আরও মন দেব। আর এই হাসিই প্রমাণ করে, সবুজ সাথী প্রকল্প শুধু সাইকেল নয়,এটি এক নতুন দিগন্তের যাত্রা।