সংবাদদাতা, কাটোয়া : কালনা মহকুমা হাসপাতালে (Kalna Mahakuma Hospital) গত সাতদিনে জ্বর, সর্দিকাশির উপসর্গ নিয়ে ভর্তি-হওয়া শিশুর সংখ্যা শতাধিক। পরিস্থিতি সামাল দিতে খোলা হল পৃথক ১৬ শয্যার শিশু ওয়ার্ড। হাসপাতালে গিয়ে স্বাস্থ্যকর্তা, নার্স, চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে এই ব্যবস্থা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath)। বললেন, এই ওয়ার্ডে ২৪ ঘণ্টার পরিষেবা মিলবে। পাঁচজন শিশুচিকিৎসক পালা করে ডিউটি দেবেন। বর্ধমান মেডিক্যাল কলেজে এই ব্যবস্থা চালু হয়েছে। কালনাতেও চালু হল। এখনও কারও শরীরে অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) জীবাণু না মিললেও জ্বর-সর্দিকাশি নিয়ে ভর্তি-হওয়া শিশুদের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, শিশুভর্তির সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে। তবে আমরা সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। অক্সিজেন, স্যালাইন, কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি ভিড়ভাট্টা ও জনসমাগম এড়ানো, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সম্পর্কে স্বাস্থ্য দফতরের তরফে প্রচার করা হচ্ছে। কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষও জ্বর, সর্দিকাশির উপসর্গ নিয়ে ভর্তি-হওয়া শিশুদের সুস্থ করে তুলতে ২৪ ঘণ্টা নিবিড় চিকিৎসা পরিষেবা দিচ্ছে।