ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বিধ্বস্ত বাংলাদেশের একাধিক জেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত সিত্রাংয়ের বলি হয়েছেন ১৬ জন। বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। একাধিক জেলার বেশিরভাগ অংশ নিষ্প্রদীপ হয়ে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকা-সহ কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর, ফেনির মতো একাধিক শহরে বিদ্যুৎ ছিল না।
আরও পড়ুন-মায়ের সঙ্গে পুজো হয় গৃহলক্ষ্মীরও
৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার কারণে বেশিরভাগ জায়গাতেই বিদ্যুতের খুঁটি উল্টে পড়েছে। সিত্রাংয়ের দাপটে বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রবল ঝড় ও ব্যাপক বৃষ্টিতে উপকূলবর্তী এলাকাগুলির পরিস্থিতি শোচনীয়। রাজধানী ঢাকার বেশিরভাগ জায়গাতেই বুক সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সিত্রাংয়ের কারণে ঢাকায় বৃষ্টি হয়েছে ২৫৫ মিলিমিটার। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর প্রায় ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয়।