ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৬ মাওবাদী, জখম ২ নিরাপত্তারক্ষী

Must read

একের পর এনকাউন্টারে মাওবাদী নিকেশ (Maoists Killed) অভিযান। শুক্রবার রাতভর মাওবাদী নিকেশ অভিযান চলেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে ১৬ জন মাওবাদী। তবে দুই নিরাপত্তারক্ষীও গুলির লড়াইয়ে আহত হয়েছেন।

আরও পড়ুন- ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল! নিখোঁজ বহু

ইতিমধ্যেই মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আগেই খবর পেয়েছিল যে, কেরলাপাল এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। সেই খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যৌথ অভিযান চালায়। শুক্রবার রাতভর গুলির লড়াই চলার পর ১৬ জন মাওবাদী (Maoists Killed) খতম হয়। ২জন জওয়ান জখম হন। এখনও মাওবাদী নিকেশ অভিযান চলছে বলেই খবর। ছত্তিশগড়ের জঙ্গলে নিয়মিত গুলির লড়াই লেগেই রয়েছে।

 

Latest article