রাতভর চলেছে গুলির লড়াই। অবশেষে পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা বাহিনী বালোচিস্তানে অপহৃত ট্রেনের একশোর বেশি পণবন্দি যাত্রীকে উদ্ধার করল। তবে এদিনের গুলির লড়াইয়ে বালোচিস্তানের স্বাধীনতাপন্থ সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) ১৬ জঙ্গির মৃত্যু হয়েছে। ট্রেনে এখনও কতজন যাত্রী পণবন্দি রয়েছেন, সেই নিয়ে যদিও সঠিক ধারণা এখনই পাওয়া যাচ্ছে না। বিএলএ তাদের সদস্যদের মৃত্যুর খবর অস্বীকার করেছে।
আরও পড়ুন-অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হবে স্মার্ট ক্লাস
প্রসঙ্গত, গতকাল বিএলএ জঙ্গিরা বালোচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে জাফর এক্সপ্রেস অপহরণ করে। ওই এক্সপ্রেসের ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। বিএলএ তরফে জানানো হয়েছিল তাদের মুক্তিযোদ্ধরা বোলানে রেলপথ উড়িয়ে দেয়। যার ফলে ট্রেনটি থেমে যায়। এরপরেই ট্রেনের দখল নেয় তারা। সেনা অভিযান হলে যাত্রীদের খুন করারও হুমকি দেওয়া হয়েছিল। তবু পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পণবন্দি যাত্রীদের উদ্ধারে নামে। রাতভর গুলির লড়াই চলে দুই তরফের মধ্যে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ শিশু রয়েছে। আপাতত সকলকেই মাচের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।