জাতীয়

তৃণমূল-সহ ১৬ দলের চিঠি প্রধানমন্ত্রীকে, সংসদের বিশেষ অধিবেশন ডাকুন

প্রতিবেদন : সংসদের বিশেষ অধিবেশন ডাকতে এবার একযোগে ইন্ডিয়া জোটের ১৬টি বিরোধী দল মিলে চিঠি দিল প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস-সহ ১৬টি বিরোধী দলের নেতারা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন। সেখানেই প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে একমত হন সকলে।
এদিন সন্ধে পৌনে ছ’টা নাগাদ এই চিঠি কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের অফিস থেকে প্রধানমন্ত্রীকে ইমেলে পাঠিয়ে দেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিদেশে। তিনি ডিজিটাল স্বাক্ষর করেছেন চিঠিতে। স্বাক্ষর করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। জানিয়েছেন ডেরেক। তাঁর কথায়, আম আদমি পার্টিও আমাদের সঙ্গে রয়েছে। লক্ষণীয় গত সপ্তাহে তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সাংসদরা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন-কোনও আতঙ্ক নয়, কিন্তু সতর্ক রাজ্য

সেই অধিবেশনে যাতে পাক হামলা ও তার পরবর্তী অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী অবস্থা নিয়ে খোলাখুলি আলোচনা হয় তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। পহেলগাঁও, পুঞ্চ, রাজৌরির বিষয়েও আলোচনার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, এই ১৬টি বিরোধী দলের তালিকায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি নেই। বলেন, সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদের মাধ্যমেই দেশবাসী সামনে সমগ্র বিষয়টি জানতে পারবে বলেন তিনি। এই উদ্যোগ কেবল সংসদীয় দল স্তরেই নেওয়া হয়নি বরং ১৬টি রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি), ডিএমকে, শিবসেনা (ইউবিটি), জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেএন্ডকে এনসি), সিপিআই (এম), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), সিপিআই, রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), কেরালা কংগ্রেস, এমডিএমকে এবং সিপিআই (এমএল)।
সাংবাদিক বৈঠকে ডেরেক ও’ব্রায়েন ছাড়াও কংগ্রেসের জয়রাম রমেশ, দীপেন্দ্র হুডা, সমাজবাদী পার্টি, রামগোপাল যাদব, শিবসেনার (উদ্ধব) সঞ্জয় রাউত ও আরজেডির মনোজ ঝা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই চিঠিতে বিরোধী দলের তরফে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৩০০ জন সাংসদ স্বাক্ষর করেছেন। এর মধ্যে স্বাক্ষরিত চিঠিতে যে প্রথম চারজন স্বাক্ষর করেছেন তাঁরা হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং টি আর বালু।
সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে গত দিন দশেক ধরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলির তরফে দিল্লিতে উদ্যোগ নেওয়া হচ্ছিল। এই মর্মে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা মিলিত হয়ে প্রধানমন্ত্রী মোদিকে স্বাক্ষরিত চিঠি লিখেছে। আপ, সিপিএমের তরফে আলাদা চিঠি দেওয়া হয়। এবার মোদি সরকারকে চাপে ফেলতে একযোগে বিরোধীদের দাবি পাহেলগাঁও জঙ্গি হানা এবং তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তার আলোচনা হোক সংসদে।
তৃণমূলের আবেদন ছিল, বিদেশ সফর থেকে সংসদীয় প্রতিনিধি দল দেশে ফেরার পরেই এই অধিবেশনের আয়োজন করা হোক। একই দাবি কংগ্রেস এবং সিপিএমের তরফেও করা হয়।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago