নয়াদিল্লি : রাজ্যের বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র। বারবার মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল সরকার। এদিকে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার পাহাড় জমছে। সেই তালিকায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা, অতীতের আমফান, ফণীর মতো সাইক্লোনের ক্ষতি বাবদ বকেয়া টাকার পাশাপাশি বকেয়া রয়েছে জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক হাজার কোটি টাকা। অতীতের বকেয়া টাকার বাইরে এবার জিএসটি বাবদ শুধু জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনল মোদি সরকার।
আরও পড়ুন-সংসদে এবার একগুচ্ছ বিল
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেখানেই তৃণমূল সাংসদ সৌগত রায়ের তরফে লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয় জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়ার হিসেব। তারই উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুধুমাত্র জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১,৬৩৭ কোটি টাকা।
আরও পড়ুন-শুরুতেই অশান্ত সংসদ
পশ্চিমবঙ্গের পাশাপাশি জুন মাসে দেশের বাকি রাজ্যগুলির বকেয়া টাকার হিসেবও প্রকাশ্যে এনেছে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত অসমে বকেয়া রয়েছে ৩৮৬ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশের ১৩৭১ কোটি টাকা, মধ্যপ্রদেশের ১৪৫২ কোটি টাকা, মহারাষ্ট্রের ৪১৮৩ কোটি টাকা ওড়িশার ১০৫২ কোটি, তামিলনাড়ুর ২৪৯৩ কোটি, তেলেঙ্গানার ১১৩৪ কোটি, উত্তরপ্রদেশের ২৪১৭ কোটি, উত্তরাখণ্ডের ৬৮৭ কোটি টাকা। যদিও এই বিপুল অঙ্কের বকেয়া টাকা কবে রাজ্যগুলিকে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি কেন্দ্রীয় সরকার।